How To Get Adsense Approval For Blogger
আমরা একটি ওয়েবসাইট কস্ট করে তৈরি করে সুন্দরভাবে সাজিয়ে ভালো ভালো পোস্ট লিখতে থাকি প্রথমত একটাই উদ্দেশ্য তা হলো আমাদের সাইটে গুগল এডসেন্স এপ্রুভাল করিয়ে 100 করানোর মাধ্যমে ইনকাম করা। (adsense approval trick)
তো অনেকেই এডসেন্স এপ্রুভাল করানো নিয়ে ভয়ে থাকে ঝামেলা মনে করে। আমি আজকে আপনাকে কয়েকটি পয়েন্ট বলে দিবো যেগুলো আপনার ওয়েবসাইটে প্রয়োগ করলে এডসেন্স এপ্রুভাল হবে ইনশাআল্লাহ। (how to get adsense approval)
সহজে এডসেন্স এপ্রুভাল করানোর জন্য যা যা করণীয়-
1. মেটা কীওয়ার্ড, মেটা ডেসক্রিপশন (Meta keyword, Meta descriptions)
মেটা কি-ওয়ার্ড(Meta keyword):- মেটা কি ওয়ার্ড হলো আপনার সাইটটি যে রিলেটেড অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটে যে টপিকের উপর লিখালিখি করেন ওই রিলেটেড কিছু কি-ওয়ার্ড সেট করতে হবে। ফলে যদি কেউ ওই টাইপের ওপর গুগলে সার্চ করে তাহলে আপনার সাইটটি গুগলের প্রথম পেজে যাওয়ার সম্বাবনা বাড়িয়ে দেয়।
এই মেটা কীওয়ার্ড সেট করার জন্য আপনি আপনার সাইটের কন্ট্রোল পেনেলে প্রবেশ করবেন। তারপর Theme একটা অফশন দেখতে পাবেন
এই Theme অপশনে ক্লিক করার পর Edit HTML অপশনে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনার সাইটের সকল কোড এখানে শো করচে। তারপর হেড স্টেশন (< head>) ভিতর নিজের লেখা লিখবেন এবং দুটে ইনভার্টেড কমার মধ্যে আপনার সাইট যে রিলেটেড কিওয়ার্ড ওই রিলেটেড কিওয়ার্ড লিখবেন
<meta content =" name='keywords'/>
0 Comments
Dont share no link