ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে নিহত ১৩

 

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে গতকাল শনিবার একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরুর পর এখন পর্যন্ত অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, অগ্ন্যুৎপাতে অন্তত ৫৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকে গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

ধারণ করা বেশ কিছু ভিডিও ফুটেজে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ছাইমিশ্রিত বিপুল ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের পালাতে দেখা যায়।

ছবিতে দেখা যায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট ছাইয়ে আশপাশের গ্রামগুলোর ঘরবাড়ির ছাদ ঢেকে গেছে।

স্থানীয় লোকজন বলছেন, ধোঁয়ার কুণ্ডলীর কারণে সূর্যের আলো পর্যন্ত দেখা যাচ্ছে না। এ কারণে দিনের বেলাতেও তাঁরা অন্ধকারে আছেন।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) এক মুখপাত্র জানান, আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে সেবা দেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments