এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার পর এক যাত্রীর মৃত্যু হয়েছে। উড়ালের তিন ঘণ্টা পর উড়োজাহাজটি আবার দিল্লি বিমানবন্দরে ফিরে এসেছে।
আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, জরুরি মেডিকেল পরিস্থিতির কারণে এয়ার ইন্ডিয়ার দিল্লি–যুক্তরাষ্ট্রের ফ্লাইট তিন ঘণ্টার বেশি সময় উড়ালের পর দিল্লিতে ফিরে এসেছে।
উড়োজাহাজটি দিল্লিতে অবতরণের পর বিমানবন্দরের একদল চিকিৎসক গিয়ে ওই যাত্রীকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক। স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছিলেন তিনি।
পরে নতুন কেবিন ক্রুদের নিয়ে ওই উড়োজাহাজের যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে বলে দিল্লি বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন।
0 Comments
Dont share no link