চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কোনো করোনা শনাক্ত হয়নি। একই সময়ে কোনো মৃত্যুর ঘটনাও নেই। আজ শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে দেখা যায়, ২৪ ঘণ্টায় ১ হাজার ২০৮ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পজিটিভ পাওয়া যায়নি। একই সময়ে কোনো নতুন মৃত্যুও নেই। এর আগে গত ২১ নভেম্বর প্রথম মৃত্যু ও শনাক্তহীন দিন পার করেছিল চট্টগ্রাম।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত দাঁড়ায় ১ লাখ ২ হাজার ৪১৫ জন। এর মধ্যে মহানগরে শনাক্ত ৭৪ হাজার ১০০ জন। ২৮ হাজার ৩১৫ জন উপজেলার বাসিন্দা। একই সময়ে মৃত্যু দাঁড়ায় ১ হাজার ৩৩১ জন। এর মধ্যে নগরে মৃত্যু ৭২৩ জন। বাকি ৬০৮ জন উপজেলার বাসিন্দা।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এরপর একই বছরের ৯ এপ্রিল প্রথম করোনায় কোনো একজন মারা যান।
0 Comments
Dont share no link